'নুন' কবিতায় জয় গোস্বামী গৃহস্থের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নুনের মধ্য দিয়ে জীবনের নানা টানাপড়নের কথা বলেছেন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি
সাহিত্য সমাজের দর্পণ ।সাহিত্যিক হলেন সমাজের বুদ্ধিজীবীদের বিশিষ্ট সচেতন প্রতিভূ ।জয় গোস্বামী এই সচেতন বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রন্য ।নুন কবিতাখানি ,তাই কবির কল্পনার জালে আদিগন্ত না ভেসে জীবনের ঘাতপ্রতিঘাতের অনবদ্য আলেখ্য হয়ে উঠেছে। এ কবিতায় কবি জয় দুই ভাই ,(আদতে বাপবেটা ) এর দুঃখ জর্জরিত (যেখানে সুখ বলতে একমাত্র গঞ্জিকাতে টান) জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন ।এরা অল্পতে খুশি ।সাধারণ ভাতকাপড়েই সন্তুষ্ট ।হাটবাজার কোন কোন দিন না হলেও ,যেদিন হয় সেদিন মাত্রাছাড়া ।এমনকি গোলাপ চারা পুঁতবার জায়গা না থাকলেও কেনা হয় গোলাপ চারা । এমত দুঃঅবস্থায় ,পিতা পুত্র উভয় গাঁজার টানে নিজেকে উজাড় করে দেন ।এ নেশায় দেয় সাময়িক সময়ের জন্য শান্তি ।ফলত ,শরীর ও মন অবশ হয়ে আসে ।কথক হয়ত ,জীবনের ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে নিজেকে শেষ করে দিতে চান ।এমনকি ,দুপুর রাতে ঠান্ডা ভাত খেতে বসেও সুখকর অভিজ্ঞতা হয়না ।কেননা ,ক্ষুধার অন্ন নিবারণের জন্য ভাত যথেষ্ট হলেও তিনি পাননা প্রয়জন মত নুন ।সংসারের এমনই অবস্থা ,সামান্য নুন কেনার সামর্থ নেই তাদের ।ফলে ,বাপ বেটা দুজন মিলে বাড়ি সহ পুরো পাড়া তোলেন মাথায় । এ থেকে সহজেই প্রতিপন্ন হয় যে ,ন...