পোস্টগুলি

Bangla premer kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে ,গতি বাড়িয়েছি সামনেই তেচাকা যন্তদানব উঠতে যেতেই মুখোমুখি ফেলে আসা অতীত । অপর সময় হলে হয়ত হাঁটতাম যে যার নিজের পথে ,আকস্মিক তাই পাশাপাশি বসা ,দু পাশে দুই অচেনা ,মাঝে আমরা , হয়ত একদিন ভাল ভাবে চিনতাম ,কতবার কবিতার রূপকল্প হয়ে উঠেছে ওর মুখটা । আজ পাশের অচেনাদের মত সহ্স্র মিলিয়ন দুরত্ব , নিয়তি আকস্মিক দুজনকে পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি হাসছে ! অসস্তি ,একটা গুমোট বাতাস দমবন্ধ করতে চাইছে । হালকা হওয়ার চেষ্টা ,যেন কিছুই হয়নি এরূপ কিছু জিজ্ঞসা ! আলাপন নিয়ে অহেতুক নাড়াচাড়া ,চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা , বার দুয়েক অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ ,স্মৃতিরা শ্রাবণবরিষণ হয়ে হৃদি চিমনির উস্ম ধোঁয়াকে শীতলতার প্রলেপ দিতেই বুঝলাম একটা কবিতার জন্ম ...

তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তর মন্দির প্রাঙ্গণে জমে ওঠা কঙ্কালসার নিস্তব্দ সময়কে সযত্নে পাশ কাটিয়ে তোমাকে দিলাম আগামীর সহস্র বেড়া ভাঙ্গা মুক্তির সোনালী বুদ বুদ । ছলনার অন্তরালে লুকিয়ে থাকা ,কালগর্ভে নির্বাসিত গণকবরে চাপা পড়া মানবতা কে রঙ্গিন কাগজে মুড়ে তোমাকে দিলাম । শরীরের স্বাদ নয় ,চুম্বনের উন্মুক্ততা নয় ,শারীরিক মিলনের উষ্ণতা নয় , তোমাকে দিলাম হৃদয়ের অন্তহীন ভালবাসা আর  হাজারো শতাব্দীর সমস্ত গোলাপ এক জায়গায় জোগাড় করে তার সুবাস তোমাকে দিলাম ।