পোস্টগুলি

ভালবাসার কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি যেন পিতা _ আরিফুল ইসলাম সাহাজি

ছবি
লিখব না ! কি হবে লিখে : কমবে কি আঁধার ? তবে ডায়রির সাদা পাতা লোভ দেখায়                উপুড় হয়ে থাকা হৃদয়কে                 জাগিয়ে তুলি আবার একটা একটা করে শব্দ বসায় উপমা : অলংকার দিয়ে সাজায়                   আমি যেন পিতা                    কবিতা আমার সন্তান । নিজ সন্তানকে রোজ সাজিয়ে তুলি থাকি পাত্রপক্ষের অপেক্ষায় । কবিতা আমার সন্তান 

আলেয়ার লাল নীল মাঠ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
১.  সারারাত দুহাতে মেখেছি স্বপন হাজার  অনাহূতের মত কড়া নেড়েছি ,  নিশীথ প্রহরী অন্তরপুরে যেতে দিয়েছে বাধা.....  আজ বসন্ত ছাড় দ্বার ,  মিলিব প্রিয়াসনে :হৃদকাননে লাগাব গোলাপ চারা ।  ২.  পরশ্রীকাতর মেঘ উচ্চকিত হাস্য করে পরিহাস  দূরীভূত হয় স্বপনদুয়ার.......  ৩.  প্রতিবিম্ব খুঁজি ,খুঁজি আলেয়ার লাল নীল মাঠ ।