আলেয়ার লাল নীল মাঠ - আরিফুল ইসলাম সাহাজি

১.
 সারারাত দুহাতে মেখেছি স্বপন হাজার
 অনাহূতের মত কড়া নেড়েছি ,
 নিশীথ প্রহরী অন্তরপুরে যেতে দিয়েছে বাধা.....

 আজ বসন্ত ছাড় দ্বার ,
 মিলিব প্রিয়াসনে :হৃদকাননে লাগাব গোলাপ চারা ।

 ২.
 পরশ্রীকাতর মেঘ উচ্চকিত হাস্য করে পরিহাস
 দূরীভূত হয় স্বপনদুয়ার.......

 ৩.
 প্রতিবিম্ব খুঁজি ,খুঁজি আলেয়ার লাল নীল মাঠ ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।