পোস্টগুলি

bangla sahitte robindronath লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ এর পূর্ণাঙ্গ কাব্যগ্রন্ত

আমরা এখানে বিশ্বকবি রবীন্দনাথের কাব্যগ্রন্তের একটা লিস্ট দিলাম - মানসী 1890,সোনার তরী 1894,চিত্রা 1896,ভানুসিংহের পদাবলী 1884, কথা ও কাহিনী 1990,ক্ষণিকা 1900,স্মরণ 1902-03,শিশু 1906,খেয়া 1910, গীতাঞ্জলি 1990,গীতালি 1915,পুনশ্চ 1932,শেষ সপ্তক 1935,বীথিকা 1935, পত্রপুট 1936,প্রান্তিক 1938,সেঁজুতি 1938,আকাশ প্রদীপ 1939,নবজাতক 1940, সানাই 1940,আরোগ্য 1941,জন্মদিনে 1941,বলাকা 1916,পূরবী 1925,মহুয়া 1929