প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

আনন্দ আর ভাললাগা
কিম্বা উল্লাসে ফেটে পড়া
তোর সেই মুখচ্ছবি
আজও ভেসে ওঠে
মনের গহীনে ।

মর্মবিদারী হলেও বাস্তব
তোর এই চলে যাওয়া
সেটা কি অলিখিত কোন
ঈশ্বরিক আদেশ নাকি
শুধুই মায়া !

মিলনকুঞ্জে তোকে নিয়ে
ছিল কয়েকটি মানুষের
স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস
তুই দেবরাজ ইন্দ্র ,আর
অনন্যরা সবাই নারদ ;
যে স্বর্গে একদিন 
নব পল্লব
উদ্গত
হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই
স্বর্গ আজ ভবনদীর তপ্ত
সৌকতে হৃদপিন্ড ফাটা
রক্ত ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।