ভারতে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে , দাবি মার্কিন সংস্থার ।
নোঙর আপডেট । ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউ এস সি আই আর এফ) এক মার্কিন সংস্থা । বিশ্বব্যপী ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারির দায়িত্ব এদের উপর অর্পিত । সম্প্রতি , এদের প্রকাশিত রিপোর্টে ভারতকে এক সমস্যার দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে । ভারত সহ আরও ১৩টি দেশকে তাঁরা এই তকমা দিয়েছেন । দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন এবং দেশের বিভিন্ন প্রান্তে গণধোলাই দিয়ে নরহত্যা বিষয়গুলো নজরে রেখে তাঁরা তাদের সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছেন , ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমানভাবে অত্যাচার বেড়েছে । এই সংস্থা গত বছর তাদের রিপোর্টে উল্লেখ করেছিল , সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে , ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য বিভিন্ন বিধি পেশ করছে সরকার । যদিও ওই সংস্থার রিপোর্ট মিথ্যাচারমূলক বলে খারিজ করেছে নয়াদিল্লি । বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারতের বিরুদ্ধে প্রবণতাযুক্ত মন্তব্য নতুন নয়। তবে, এক্ষেত্রে মিথ্যে বিবরণের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।