ভারতে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে , দাবি মার্কিন সংস্থার ।


নোঙর আপডেট । 
ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউ এস সি আই আর এফ) এক মার্কিন সংস্থা । বিশ্বব্যপী ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারির দায়িত্ব এদের উপর অর্পিত । সম্প্রতি , এদের প্রকাশিত রিপোর্টে ভারতকে এক সমস্যার দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে । ভারত সহ আরও ১৩টি দেশকে তাঁরা এই তকমা দিয়েছেন । 


দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন এবং দেশের বিভিন্ন প্রান্তে গণধোলাই দিয়ে নরহত্যা বিষয়গুলো নজরে রেখে তাঁরা তাদের সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছেন , ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমানভাবে অত্যাচার বেড়েছে । এই সংস্থা গত বছর তাদের রিপোর্টে উল্লেখ করেছিল , সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে , ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য বিভিন্ন বিধি পেশ করছে সরকার । যদিও ওই সংস্থার রিপোর্ট মিথ্যাচারমূলক বলে খারিজ করেছে নয়াদিল্লি ।
  বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারতের বিরুদ্ধে প্রবণতাযুক্ত মন্তব্য নতুন নয়। তবে, এক্ষেত্রে মিথ্যে বিবরণের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test