পোস্টগুলি

desher bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার  দুর দুর বহুদুর হেঁটেছি শুধু  তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক  হাহাকার ,তোমাকে পাশে   আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও  তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট  তুমি আসবে তাই ,তোমার আগমনে  অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............

youtube এ আমার কবিতা.....আপনি দেখবেন তো........প্লীজ় visit.

ছবি
ছবি
বিপন্ন জীবন - আরিফুল ইসলাম সাহাজী  সারারাত ছিলাম উলঙ্গ সপ্নের সাথে  ভালবাসার মানুষ আজ আমায় ডেকেছে , এক রোখা রোদ্দুর উন্মক্ত হয়ে  খেতে আসছে ভালবাসাকে ! ফাটাফাটি জোসনার রূপালী কর্ণারে  মুখের দিকে কি থাকব ফিরে ! বোধকেলণ্ত লাগছে - প্রথম দেখায় কি বলব ওকে ? আর্তনাত !জনহীন এ্ই বনসপতিতলে  একি প্রিয়া ?কাপড় হাঁটুর উপরে  যন্তনার সাইক্লোন বুকে আছড়ে পড়ে  একটু আগে ও ধর্ষিত হয়েছে । Add caption
ছবি
কবিতার কথা হলে - আরিফুল ইসলাম সাহাজী  কবিতার কথা হলে রিদতারাটি  প্রবল জোরে বেজে ওঠে , কবিতার কথা হলে রিদগ্রোংতির  অতল গহ্বর হতে বেরিয়ে আসতে  চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর , কবিতার কথা হলে বসন্তের বাতাসের মত মিশে যেতে  ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে  গলিতে ; কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী  ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা  জাগে মাঝ সুমুদে ,............................ আর কবিতার কথা হলে তোমার কথা  বড় মনে পরে ! Add caption