কবিতার কথা হলে -

আরিফুল ইসলাম সাহাজী 


কবিতার কথা হলে রিদতারাটি 
প্রবল জোরে বেজে ওঠে ,
কবিতার কথা হলে রিদগ্রোংতির 
অতল গহ্বর হতে বেরিয়ে আসতে 
চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর ,
কবিতার কথা হলে বসন্তের বাতাসের
মত মিশে যেতে 
ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে 
গলিতে ;


কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী 
ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা 
জাগে মাঝ সুমুদে ,............................
আর কবিতার কথা হলে তোমার কথা 
বড় মনে পরে !

Add caption

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।