হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সার্বিক আলোচনা ।

লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি ।


লেখকের অভিমত অনুযায়ী , আমরা যাঁরা লেখার জগতে রয়েছেন , তাঁরা মূলত সমান্তরাল ভাবে তিনটি বিশেষ বিষয়ের উপর নির্ভরশীল থাকেন । লেখকের ভাষ্যনুযায়ী , ' কালি কলম মন , লেখে তিনজন । ' তাঁরপরই লেখকের প্রশ্ন , ' কিন্তু কলম কোথায়? ' লেখক যেখানে কাজ করেন , সেটি লেখালিখির অফিস । সেখানে সবাই লেখক । তবে , মজার বিষয় , লেখক ব্যতীত আর কারও কাছেই নেই কলম । সকলের সামনেই রাখা রয়েছে , আয়নার মত একটা কাঁচের স্ক্রীন বা পরদা । নিচে রয়েছে টাইপ রাইটারের মত একটা একটা কিবোর্ড । লেখকগণ অনবরত তাই দিয়ে লিখে চলেন । লেখক নিজে যা লেখেন , ওইভাবে তাঁরা ছাপার অক্ষরে প্রকাশ উপযোগী করে দেন । লেখক কিছুটা বীতশ্রদ্ধ হয়ে আক্ষেপ করেন -
                   '  'লেখালিখির অফিস । লেখকের কারখানা । বাংলায় একটা কথা আছে , ' কালি নেই , কলম নেই , বলে আমি মুনশি । ' '

লেখক গ্রামের ছেলে , পঞ্চাশ ষাট বছর আগের পুরনো গ্রামীণ স্মৃতি তাঁকে বিজড়িত করে । কলমের সঙ্গে তখন অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল শিক্ষার্থীদের । কত হাজার রকম ভাবে তখন কলম তৈরি করতেন তাঁরা । লেখার জন্য তখন জুটত না কাগজও । কলার পাতায় চলত পাঠ আর হোমটাস্ক । কালিও তৈরি করতেন নিজেরাই । অবশ্যই বড় সাহায্য নিতে হতো । প্রাচীনেরা বলতেন -
              ''তিল ত্রিফলা সিমুল ছালা /ছাগ দুগ্ধে করি মেলা /লৌহপাত্রে লোহায় ঘসি / ছিঁড়ে পত্র না ছাড়ে মাসি । ' '
এটাই ছিল কালি উৎপাদনে তাঁদের নিজস্বতা ।
লেখক নিজেরা কিভাবে কালি তৈরি করতেন তাঁর একটি সুন্দর বর্ণনাও তিনি দিয়েছেন , বয়ানটি এরুপ -
             ' ' বাড়ির রান্না করা হতো কাঠের উনুনে । তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত । লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো । আমাদের মধ্যে যাঁরা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত । কখনও কখনও মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাত । সবভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে সেঁকা দেয়া হতো । ...তারপর ন্যাকড়ায় সেঁকে দোয়াতে ঢেলে কালি । ' '
কলমও ছিল বড় বিচিত্র ধরনের । লেখার পাঠও শুরু হতো অদ্ভুতরকম ভাবে -
                         ''বাঁশের কলম , মাটির দোয়াত , ঘরে তৈরি কালি আর কলাপাতা , বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালিখি । ' '

তিনি ভাবুক সচেতন মানুষ ,  অনুমান করতে চেয়েছেন তিনি যদি মহাত্মা যীশুর আগে কিম্বা প্রাচীন মিশরে বা বাংলাভাষী না হয়ে যদি হতেন সুমেরীয় বা ফিনিসিয়ান,  তাহলে নীলনদীর তীর থেকে ভেঙে নিতেন একটা নীল খাগড়া , সেটা দিয়েই বানাতেন কলম । আবার ভেবেছেন তিনি যদি স্বয়ং জুলিয়াস সিজার হতেন তাহলেও শ্রেষ্ঠ কারিগরগণ বড়জোর ব্রোঞ্জের একটা শলাকা প্রস্তত করে দিতেন , যার পোশাকি নাম স্টাইলাস । এই স্টাইলাস নিয়ে একটা গল্প আছে , সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন , সেটা ব্রোঞ্জের তৈরি এই স্টাইলাস । লেখক চিনেদের কথাও বলেছেন , তাঁরা প্রথম থেকেই তুলি ব্যবহার করে আসছেন । এক্ষেত্রে তাঁরা অন্যদের থেকে ব্যতিক্রমী । তারা ব্যতীত সর্বত্রই বাঁশের কিম্বা নল খাড়গার বা পাখির পালক সহ অন্যান্য শলাকাই ছিল মাধ্যম ।

লেখক পরের স্তবকেই , এখনকার সময় , অর্থাৎ প্রবন্ধটির লিখবার সময়ের ছেলেমেয়েদের কলমের হরেকরকম সম্ভারের কথা বলেছেন । তাঁর ভাষ্যনুযায়ী ,
                        ' ' হয়তো গ্রামগঞ্জেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না । খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় । কাচের দোয়াতে কালির বদলে দুধ । ফাউন্টেন পেন বা বলপেনের বদলে খাগের কলম । পালকের কলমও আর চোখে পড়ে না । ' '
পালকের পেনের ইংরেজি নাম কূইল । লর্ড কার্জন বাংলাভাষী সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাঁদেরকে বলতেন ' বাবু কুইল ড্রাইভারস ' ।
হারিয়ে গেছে লেখকের বাল্যকালের সে সমস্ত স্মৃতিময় ঐতিহ্য । ছেলেবেলায় তিনি এক দারোগা বাবুকে কলম পায়ের মোজাই গুঁজতে দেখেছিলেন । এমন আরও বিচিত্র কান্ডকারখানা ছিল সেসময় ।

কলমের জগতে সত্যকার বিপ্লব সংঘটিত হয় ফাউন্টেন পেনের আবিস্কারের ফলে । আবিস্কারক ছিলেন - লুইস আ্যডসন ওয়াটারম্যান । আবিস্কারের কাহিনীটিও ভয়ঙ্কর রকম মজার ,  একবার তিনি গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্রে সই করতে । দলিল কিছুটা লেখা হয়ে গেছে এমন সময় দোয়াত উপুড় হলো কাগজে । তিনি ছুটলেন কালির সন্ধানে , এসে দেখেন হাতছাড়া হয়ে গেছে সে প্রোজেক্ট । বিমর্ষ ওয়াটার মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলেন , এর একটা বিহিত তিনি করবেন ।

লেখক তাঁর প্রথম ফাউন্টেন পেন কেনার একটা মজার ঘটনার বর্ণনাও দিয়েছেন । একটি নামি পেনের দোকানে গিয়ে তিনি পেনের হাজার রকম সম্ভার দেখে ভ্যাবাচ্যাকা বনে যান । কত রকমের কলম সেখানে , পার্কার , শেফার্ড , ওয়াটারম্যান , সোয়ান , পাইলট । ছিল নানা জাতের ফাউন্টেন পেন । তিনি নিয়েছিলেন জাপানি পাইলট । ফাউন্টেনের মধ্যে একধরনের মাদকতা আছে বলে লেখক মনে করেন । প্রসঙ্গত , তিনি বিখ্যাত লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্রের কথা বলেছেন । দুজনেরই ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল ।

                     পরবর্তী আলোচনার জন্য আমাদের পরের পোস্টের জন্য অপেক্ষা করুন । ।
                         

মন্তব্যসমূহ

  1. 1:তপনের চোখ মার্বেল হয়ে গেল " কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তার ছোটো মেসো লেখক জেনে

      মুছুন
    2. এটা জ্ঞানচক্ষু-এর প্রশ্ন,হারিয়ে যাওয়া কালি কলম এর নয়।

      মুছুন
  2. তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়----- কলমকে

    উত্তরমুছুন
  3. মুঘল দরবারে তাদের অনেক খাতির -- কাদের খাতির?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মুনসী দের অর্থাৎ পণ্ডিতদের,যারা মুঘল দরবারে লেখালেখি করতেন তাদের বোঝানো হয়েছে। ‌

      মুছুন
    2. লিপি কুশলি অথবা ক্যালিগ্রাফিস্ট দের

      মুছুন
  4. "মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি" - লেখক ফরাসি কবির মতো কি বলেছেন?তার সে-কথা বলার কারণ কি?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।