কবিতা আমার সন্তান - আরিফুল ইসলাম সাহাজী কবিতা আমার সন্তান , আমার মন খারাপের সূর্যোদয় - আমার বিধবা দেশের বুকফাটা আর্তনাদ আর মফস্বলী লনটনের শিখা ; কবিতা আমার বিজন মনের জোনাক আলো ,আর কর্মহীন জীবনের নিভুনতো আঁচ - তাই কবিতার সঙ্গে কথা বলা ; কবিতার জন্ন বাঁচা !