কবিতা আমার সন্তান - আরিফুল ইসলাম সাহাজী 


কবিতা আমার সন্তান ,
আমার মন খারাপের সূর্যোদয় -
আমার বিধবা দেশের 
বুকফাটা আর্তনাদ আর মফস্বলী 
লনটনের শিখা ; কবিতা আমার বিজন 
মনের জোনাক আলো ,আর কর্মহীন 
জীবনের নিভুনতো আঁচ - তাই কবিতার 
সঙ্গে কথা বলা ; কবিতার জন্ন বাঁচা !




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।