আমি যেন পিতা _ আরিফুল ইসলাম সাহাজি
লিখব না ! কি হবে লিখে : কমবে কি আঁধার ? তবে ডায়রির সাদা পাতা লোভ দেখায় উপুড় হয়ে থাকা হৃদয়কে জাগিয়ে তুলি আবার একটা একটা করে শব্দ বসায় উপমা : অলংকার দিয়ে সাজায় আমি যেন পিতা কবিতা আমার সন্তান । নিজ সন্তানকে রোজ সাজিয়ে তুলি থাকি পাত্রপক্ষের অপেক্ষায় । কবিতা আমার সন্তান