পোস্টগুলি

অন্য ভারত । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ধুঁকছে পরিযায়ী শ্রমিকরা ! বড়লোকদের দিল্লি নিতে এল বিশেষ বিমান ।

ছবি
নোঙর প্রতিদিন ডেক্স ।  করোনার করাল গ্রাসে সমগ্র বিশ্ব । প্রথম দিকে চিন ও ইউরোপের দেশগুলোতে করোনা থাবা বসালেও পরবর্তীতে ভারত সহ অন্যান্য এশীয় দেশগুলোও করোনা দ্বারা আক্রান্ত হয় । যেহেতু , সে ভাবে করোনার প্রতিষেধক আবিষ্কার হয়নি , তাই লকডাউনই ভরসা । অন্যান্য দেশের মত ভারতেও ঘোষিত হয়েছে লকডাউন । তবে পূর্ব সতর্কবার্তা না দিয়েই লকডাউন ঘোষিত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন রাজ্যে অবস্থানরত পরিযায়ী শ্রমিকগণ । তাঁদের হাতে না আছে করবার কাজ , না আছে খাবার । যেহেতু , সকল প্রকার যানবাহন বন্ধ তাই বাড়ি ফিরবারও কোন রাস্তা তাদের কাছে খোলা থাকছে না । একপ্রকার ধুঁকে মরছে পরিযায়ী শ্রমিকরা । তাঁরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে বাড়ি ফিরবার জন্য বারবার আবেদন করলেও , মেলেনি কোন সাড়া । অনেক পরিযায়ী শ্রমিক জীবন বাঁচানোর তাগিদে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে উদ্যত হয়েছেন । অনাহারে , ক্লান্তিতে অনেকেই পথিমধ্যই চিরঘুমে ঢলে পড়েছেন । এটি লকডাউনে এখন ভারতে সবচেয়ে চেনা ছবি ।  তবে , লকডাউনের মধ্যই অন্য ছবিও ধরা পড়লো । আমেরিকাবাসি একশজনের কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা...