পোস্টগুলি

নগর জীবনের কথক । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহুয়ার দেশ কবিতার কবি সমর সেন শহরের কবি , কলকাতার কবি , আমাদের আজকালকার জীবনের সমস্ত বিচার বিক্ষোভ ও ক্লান্তির কবি । আলোচনা করছেন আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
আধুনিক নগর জীবনের রুপকার সমর সেন ।  আধুনিক বাংলা কাব্যকলার এক বিশিষ্ট কাব্যকার হলেন সমর সেন । নাগরিক জীবনের অনন্য রুপকার তিনি । জীবনের গল্প সমূহ নাগরিক জীবনে কিভাবে মুখরিত হয় , সেই সকল কথায় স্বকাব্য শরীরে তিনি ধারণ তিনি । প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর আবর্তন , মানুষের গণজীবনের অসুবিধার গলি পথ , বেঁচে থাকবার আপ্রাণ চেষ্টা , যৌবনের উৎফুল্লতা এবং ব্যর্থতার গল্প লিপিবদ্ধ করতেই বাংলা কাব্যকলায় তাঁর আবির্ভাব । ড . দেবেশকুমার আচার্য , তাঁর ' বাংলা সাহিত্যের ইতিহাস ' ( আধুনিক যুগ ) সমর সেন অধ্যায়ে , তাঁর সরস্বত কাব্য প্রতিভূ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে লিখেছেন , ' প্রথম মহাযুদ্ধোত্তর পৃথিবীতে তীব্র সংবেদনশীল ও অভিমানী যৌবনের বেদনা নিয়ে বাংলা কাব্যের আসরে আবির্ভূত হয়েছিলেন সমর সেন । যৌবনের স্পর্শকাতরতা , বিক্ষোভ ও বিদ্রোহ যেন তাঁর কবিতায় ক্লান্তির ম্লান ছায়ায় আচ্ছন্ন । ' আবার কবি বুদ্ধদেব বসু , সমর সেন সম্পর্কে আলোকপাত করতে গিয়ে লিখেছেন , ' নাগরিক জীবনের খণ্ড খণ্ড ছবি বা উল্লেখ কোন কোন আধুনিক কবিতে থাকলেও সমগ্রভাবে আধুনিক নগরজীবন সমর সেনের কবিতাতেই প্রথম ধরা পড়লো ...