ওপার বাংলার কাব্য কবিতার শরীরী বিনির্মাণ । আরিফুল ইসলাম সাহাজি ।
প্রাবন্ধিক অধ্যাপক অনিরুদ্ধ আলি আকতার সম্পাদিত ' বাংলাদেশের কবি ও কাব্য ' নামক একটি অনন্য স্বাদের প্রবন্ধ গ্রন্থ পাঠ করলাম । গ্রন্থটির আধার হিসাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের কাব্যময় স্বর্ণাজ্বল আখ্যান । গ্রন্থটি বিষয় নির্বাচনের দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে , কেননা এপার বাংলা থেকে কাঁটাতারের ওপ্রান্তের সাহিত্যমানস গণের দিকবলয় সম্পর্কিত অভিজ্ঞান সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল হওয়া এপার বাংলার সাধারণ গণ পাঠকের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না । সেইদিক থেকে সম্পাদক মহাশয়ের প্রচেষ্টাকে কুর্নিশ করতেই হয় । গ্রন্থটি কমবেশি পাঁচশত পাতায় বিন্যস্ত । দুই বাংলার উনচল্লিশ জন স্বনামধন্য কবি এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সহ অধ্যাপক মন্ডলীর কলমের আঁচড়ে বিধৃত এ গ্রন্থখানি । গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে পূর্ববঙ্গের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বরিষ্ঠ কবি মাননীয় শঙ্খঘোষ মহাশয়কে । প্রখ্যাত কবি ও অধ্যাপিকা ড.কৃষ্ণা বসু , কবি ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক , প্রখ্যাত অধ্যাপক সমালোচক মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পূর্ববঙ্গের ভারতে নিযুক্ত উপ হাইকমিশন মো. মোফাকখরুল ইকবাল প্রমুখ তাঁদের শুভেচ্ছ...