: আধুনিকতা , উত্তর আধুনিকতা কি শ্লীলতা ও অশ্লীলতার পরিআবহবোধ মুক্ত করছে গণসমাজকে ? এই বিষয়ে লিখছেন আরিফুল ইসলাম সাহাজি ॥
শ্লীলতাকে অতিক্রম করলে আগেকার দিনে ভীষণই নিন্দিত করা হত সেই বিশেষ ব্যক্তি কিম্বা ব্যক্তি সমষ্টিকে , সমাজ চ্যুত বা একঘরে করার মত নিদান জারি করতেন সমাজপতিগণ । শ্লীল অশ্লীল বিষয়ে মারাত্মক রকম সতর্কতা সেই সময়পর্বে লক্ষ্য করা যেত । কেমন পোশাক পড়তে হবে , দেহের কতটুকু অংশ মানুষের দৃশ্যগোচর হবে , এই সমস্ত বিষয়েও একটা অলিখিত নিয়ম সেই সময়কালে ছিল । বিষয়টা ধর্মভেদে তখনকার দিনে আলাদা ছিল না । ইসলাম ধর্মের একেবারেই শুরুতেই শ্লীলতার একটা বিশেষ পরিআবহ বা দিকনির্দেশ ছিল । পোশাক দেহের অতিগোপনীয় অংশসমূহের গোপনীয়তা রক্ষা করবে , এমন পোশাক পড়বার বিধান ইসলাম ধর্মে বরাবরই কিন্তু ছিল । সারা দেহ আবৃত্ত করা রাখবার মতো যে পোশাকটি সাধারণত মুসলিম উম্মাহর অতি প্রিয় সেটি হল হিজাব । তবে হিন্দু কিম্বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের মাঝেও শ্লীলতাকেই মান্যতা দেওয়া হত , এককথায় বললে ভালো চোখে দেখা হত । সোজাসুজি বললে , শুধু চারিত্রিক দোষ , অর্থাৎ সমাজ বিরুদ্ধ যে আচরণ সমূহ রয়েছে , যেমন পরকীয়ার উন্মত্ততা কিম্বা যৌনতার সমাজগত দিকনিদেশর্নার বহিরঙ্গের প্রকাশ শুধু নয় , অপেক্ষাকৃত ছোট পোশাক পরিধ...