একুশের স্মৃতি ও বাংলা - সুনন্দ মন্ডল
বাংলা হবে রাষ্ট্রভাষা-এই আবেদনে, খুন লাগল বাংলার বিপ্লবীদের তাজা তাজা প্রাণে | বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা-এই প্রতিবাদে, চলল গোলাগুলি সেদিনের বাংলার রাজপথে | বাংলা মোদের জাতির গরব,বাংলা মোদের প্রাণ- তাই সালাম বরকত জাব্বার নিমেষেই করল দেহদান | স্মৃতির খামে মোড়া সেই একুশে ফেব্রুয়ারী, কত না হিংসা,কত বিদ্বেষ-ছিল মারামারি | হানাহানির কবলে রক্তে রাঙাল বিপ্লবীদের হৃদয়, যুগ পেরিয়ে আমরা কেবল সমব্যাথী আর সদয় | কভু ভুলিনা মাতৃদুগ্ধ সম মাতৃভাষা- সৃষ্টিশক্তি কল্পনাশক্তি এযে মোদের বাংলা ভাষা | এই ভাষাতেই হাসি কাঁদি,বলি মোরা হরি- লাল হ'ল হৃদয় যাঁদের-আত্মার শান্তি কামনা করি | না-হোক রাষ্ট্রভাষা,বাংলা ভাষা মোদের সম্মান বাংলাতেই রয়েছে সবার প্রতি উদারতার টান | ভালবাসা মেশা এই বাংলা ভাষা- ফুলে ও ফসলে সবুজ ভূমি হয় যে চষা | বাংলার নদী মাঠ ঘাট প্রাণের কথা বলে- এটুকুও হারিয়ে যেত সেদিন সালাম-বরকত ভাই না থাকলে! | ...