একুশ শোনায় - ডঃ রমলা মুখার্জী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরে....
রফিক, সালাম, বরকতদের বড্ড মনে পড়ে ।
বাংলা ভাষার সম্মানে কত শহীদ দিলেন প্রাণ -
একুশ শোনায় বীরপুত্রের রক্ত ঝরানো গান ।
বাংলা ভাষা, মাতৃভাষা, মধুর মাতৃদুগ্ধ -
নকল তানে অপমানে মাতৃ - হৃদয় দগ্ধ ।
ওরে হ্যাংলা শুদ্ধ বাংলা বলতে মাথা হেঁট,
বিদেশি বুলি বলার বেলায় একদম পারফেক্ট ।
খিচুড়ি ছেড়ে মিষ্টি সুরে বাংলায় কথা কই
বাঙালির মুখে ফোটে যেন সুখে বাংলা বোলের খই ।
সব ভাষাকে করব কদর তবু বাংলা শীতের চাদর -
বাংলার ব্যবহার হোক অফিস, কাছারি, সদর ।
গরমে - পরমে রবি - ইসলামে, বাদলে বাংলা ঝলমল .....
শরত - শীতে বাংলার গীতে ফোটাক হৃদয়ে শতদল ।
নতুন ধান্যে শুভ নবান্নে হৈমন্তীর নৃত্য.....
বাংলার বোলে অঙ্গ যে দোলে বাংলায় ভরি চিত্ত ।
বাংলার বেদী শত শহীদের রক্ত-ধারায় স্নান....
সবাই মিলে শপথ নিলে
বাংলা চির অম্লান ॥
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন