পোস্টগুলি

pablo niruder kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা বিষয়ক আলোচনা -আজকের আলোচ্য কবিতা অসুখী একজন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

নোবেলজয়ী চিলিয়ান সাহিত্যিক ও দক্ষ রাজনীতিবিদ পাবলো নেরুদা বিরচিত ,(তরজমাকারক নবারুন ভট্রাচার্য )"অসুখী একজন "কবিতায় একদিকে যুদ্ধ এর ভয়ংকর বিভীষিকাময়তা ,অন্যদিকে শাশ্বত চিরজীবী প্রেমের দ্বন্দ অনুপম আলেখ্য হয়ে উঠেছে । কবিতার একেবারে শুরুতেই এক করুন সুরের ঝংকার আমাদের মর্মে ধ্বনিত হয় ।কবিতার প্রথম দুটি চরণ লক্ষ্য করা যাক -                           "আমি তাকে ছেড়ে দিলাম                             অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়.....।" যুদ্ধক্ষেত্রে যাওয়া বিপ্লবীর মনে কোন বাসনায় থাকে না ফিরবার ,কিন্তু প্রিয়জন থাকে অপেক্ষায় -এ অপেক্ষা অন্তহীন ,চিরন্তন যার গতি ।অপেক্ষার প্রহর ক্রমশ হয় ভারি -তারপর নেমে আসে যু...