পোস্টগুলি

দুদন্ডের শান্তি দিয়েছিল বনলতা সেন । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিবর জীবনানন্দ দাশ সমীপেষু কোথায় পেয়েছিলেন , তাঁর আদরনীয় বনলতা সেনকে ? একটি অনুসন্ধান মূলক আলোকপাত করছেন আরিফুল ইসলাম সাহাজি ॥

ছবি
' বনলতা সেন ' কবিতাটি শুধুমাত্র কবি জীবনানন্দ দাশের জনপ্রিয়তম কবিতা , এই আপ্তবাক্যে থেমে থাকা চলে না ।'  বনলতা সেন ' প্রেমের কবিতা হিসাবে বিশ্বসাহিত্যের ভূমন্ডলে এক অনন্য সংযোজন । স্যার , আর্থার কেনান ডয়েলের  ' শার্লক হোমস ' বিশ্ব গোয়েন্দা সাহিত্যের  প্রপিতামহ সদৃশ চরিত্র , অর্থাৎ বিশ্ব সাহিত্যের প্রায় সব গোয়েন্দা চরিত্র গুলোর নির্মাণ রহস্যের নেপথ্যে ' শার্লক হোমস ' দ্বারা অনুপ্রাণিত হওয়ার দৃষ্টান্ত সূর্য উদয়ের মত নির্ভেজাল সত্য হয়ে দাঁড়িয়েছে । চরিত্রটি এত্তটা ভয়ঙ্কর রকম জীবন্ত , তা নিয়ে গবেষণার অন্ত নেই , অর্থাৎ শার্লক বাস্তব কোন চরিত্র কীনা তার ঠিকুজি বার করতে এখনও গবেষক পাঠকদের মধ্যে  হিমালয় প্রতীম প্রচেষ্টা লক্ষ্যগোচর হয় । এখনও অনেক পাঠকই বেকার স্ট্রীটে চিঠি পাঠান , যেখানে গল্পের চরিত্র শার্লক এবং ওয়াটসন থাকতেন । পাঠকের ভ্রম হতে পারে , হঠাৎ করেই বিষয় থেকে বেরিয়ে গেলাম কীনা ? পাঠক আশ্বস্ত হন , বোঝানোর ঋজুতা নিয়ে আসবার নিমিত্তে শার্লক প্রসঙ্গের অবতারণা করেছি মাত্র । জীবনানন্দ দাশের ' বনলতা সেন ' চরিত্রটিও অসম্ভব জনপ্রিয় একটি চরিত্র । ফলত ...