লকডাউন উপেক্ষা করায় বারাসাতে গ্রেফতার ১৭৬ জন । নোঙর আপডেট ।
নোঙর প্রতিদিন ডেক্স । সারা বিশ্ব এখন করোনার ভয়াবহ আবহের মধ্যে সময় অতিক্রম করছে । বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না । চীনের উহান শহর থেকে এই মরণ ভাইরাস করোনা ছড়ালেও তা শুধুমাত্র চিনেই সীমাবদ্ধ থাকেনি । ইউরোপের রাষ্ট্রগুলোতে এবং আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে । এই ভয়াবহতা থেকে রক্ষা নেই আমাদেরও । ভারত বর্ষে দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । আতঙ্কে জীবন যাপন করছে সমস্ত দেশবাসী । লকডাউনে বন্দি হয়ে রয়েছে আমাদের জীবন । আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থা গুরুতর হতে চলেছে । প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। লকডাউন করেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি । বারাসাত আমাদের রাজ্যের অন্যতম একটি মহাকুমার শহর । এখানেও লকডাউন সঠিকভাবে পালনের জন্য প্রশাসন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করছে । ড্রোন দ্বারা নজরদারি করা হচ্ছে । লকডাউন উপেক্ষা করার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে ১৭৬ জন বারাসাত বাসীকে।