লকডাউন উপেক্ষা করায় বারাসাতে গ্রেফতার ১৭৬ জন । নোঙর আপডেট ।

নোঙর প্রতিদিন ডেক্স ।
সারা বিশ্ব এখন করোনার  ভয়াবহ আবহের মধ্যে সময় অতিক্রম করছে । বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল যেন থামছেই  না ।  চীনের উহান শহর থেকে এই মরণ ভাইরাস করোনা  ছড়ালেও তা শুধুমাত্র চিনেই সীমাবদ্ধ থাকেনি ।  ইউরোপের রাষ্ট্রগুলোতে এবং আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে । এই ভয়াবহতা থেকে রক্ষা নেই  আমাদেরও ।   ভারত বর্ষে দিনকে দিন বাড়ছে করোনা  আক্রান্তের সংখ্যা । আতঙ্কে জীবন যাপন করছে সমস্ত দেশবাসী । লকডাউনে বন্দি হয়ে রয়েছে আমাদের জীবন ।  আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের অবস্থা গুরুতর হতে চলেছে । প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।  লকডাউন করেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি । বারাসাত আমাদের রাজ্যের অন্যতম একটি মহাকুমার শহর ।  এখানেও লকডাউন সঠিকভাবে পালনের  জন্য প্রশাসন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কাজ করছে । ড্রোন  দ্বারা নজরদারি করা হচ্ছে । লকডাউন উপেক্ষা করার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে ১৭৬ জন বারাসাত বাসীকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।