সোহারাব হোসেনের মৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি ॥
জন্ম নিলে মরতে হবে ,বিশ্বপিতার অমোঘ বিধানগুলির একটি ।একইভাবে কোন মৃত্যুই অকালে নয় ,সম্পাদিত হয় নির্দিষ্ট সময় ও কালে ।তবে ,কোন কোন ক্ষেত্রে মনে হয় এখনো হয়নি সময় এভাবে চলে যাবার ।তৈরি হয় অপূরণীয় শূন্যতা ।সুসাহিত্যিক - বিশিষ্ট শিক্ষাবিদ সোহারাব হোসেনের প্রয়াণ সাহিত্যপ্রেমী পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করবে সেটায় স্বাভাবিক । <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <!-- babun --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-8859464621580427" data-ad-slot="7736028175" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> কৃতি ছাত্র ও শিক্ষাবিদ সোহারাব হোসেন একুশ শতাব্দীর বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট স্বর ।তাঁর কলম কাদামাটি,গ্রাম বাংলার সহজ সরল জীবনের আলেখ্য হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে শহুরে ক...