পোস্টগুলি

গ্রাম বাংলার কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সিন্দুক ভাঙব আয় ! _ আরিফুল ইসলাম সাহাজি

তোকে ছুটি দেব ! কাছে ডাকব না আর ! বলব না একবারটি আয় , আমার যন্তনা দুঃখ কষ্ট গুলো গায়ে মাখ...... ঈষৎ ঘোলাটে সময় এখন বোধহয় ! তোকে সঙ্গে নিয়ে হেঁটেছি হাজার পথ , অন্ধকার কমলো কই বল ? কালের সিন্দুকে নাকি তোলা আছে সব , দম আটকে মরবার কল ! এখনো কি হয়নি সময় তালা ভাঙবার ? সিন্দুক ভাঙব আয়.......