সিন্দুক ভাঙব আয় ! _ আরিফুল ইসলাম সাহাজি


তোকে ছুটি দেব !
কাছে ডাকব না আর ! বলব না একবারটি আয় ,
আমার যন্তনা দুঃখ কষ্ট গুলো গায়ে মাখ......

ঈষৎ ঘোলাটে সময় এখন বোধহয় !
তোকে সঙ্গে নিয়ে হেঁটেছি হাজার পথ ,
অন্ধকার কমলো কই বল ?

কালের সিন্দুকে নাকি তোলা আছে সব ,
দম আটকে মরবার কল !
এখনো কি হয়নি সময় তালা ভাঙবার ?

সিন্দুক ভাঙব আয়.......

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।