পোস্টগুলি

বর্ণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ধ্বনি , বর্ণ ও দল - আলোচনা করছেন আরিফুল ইসলাম সাহাজি

ছবি
.  ধ্বনি  ধ্বনি শব্দটির সাধারণ অর্থ হলো শব্দ বা আওয়াজ । কিন্তু ব্যাকরণগত আলোচনায় শুধুমাত্র শব্দ বা আওয়াজকে আমরা ধ্বনি বলতে পারবো না । সেক্ষেত্রে ধ্বনি বিষয়ক আলোচনায় আমাদের বলতে হবে , মানুষের বাগযন্ত্র অর্থাৎ কণ্ঠ , তালু , ওষ্ঠ , মূর্ধা , দন্তের সাহায্যে উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি । ।  . বর্ণ ও অক্ষর  সাধারণগত দিক থেকে দেখলে বর্ণ ও ধ্বনির মধ্যে বিশেষ ফারাক নেই , বরং সমর্থকই মনে হয় । কিন্তু ব্যাকরণগত দিক থেকে দেখলে বর্ণ ও ধ্বনি পৃথক সত্ত্বাবিশিষ্ট । ব্যাকরণে বর্ণ বলতে , ধ্বনির লিখিত রুপকে বোঝায় ।আবার  অক্ষর হলো শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেইটুকু অংশ হলো অক্ষর । বর্ণের উদাহরণ হলো , অ , আ , ই , ঈ ইত্যাদি । আর অক্ষর হলো , তুমি - তু , মি লক্ষ্য করো  এখানে কিন্তু দুটি অক্ষর আছে ।  . স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি  আলোচ্য ধ্বনি অর্থাৎ মানুষের দ্বারা উচ্চারিত শব্দবন্ধের লিখিত রুপ বর্ণ  সমূহ আবার দুইভাবে বিভক্ত । স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ । স্বরবর্ণের ক্ষেত্রে বলতে হয় , যে বর্ণসমূহ উচ্চারণের সময় মুখের মধ্যে কোন জায়গায় বাধা...

প্রথম পর্ব : বর্ণ বিষয়ক আলোচনা

ছবি
 বর্ণ বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় আমরা যে চিহ্নসমূহ ব্যবহার করা থাকি , তাকে বর্ণ বলে। বর্ণকে আমরা দুভাবে ভাগ করতে পারি - স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ১. স্বরধ্বনি  চেনার  জন্য ব্যবহৃত বর্ণকে স্বরবর্ণ বলে। ২. ব্যঞ্জনধ্বনি   চেনার জন্য ব্যবহৃত বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলে। হসন্ত বা হলন্ত ধ্বনি : আমরা যখন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করি, তখন তার শেষে একটি স্বরধ্বনি ‘অ’-ও উচ্চারণ করি। যেমন, ‘খ উ চ্চরণ করি (খ + অ =) খ ’। উচ্চারণের সুবিধার জন্য আমরা এই কাজ করি। কিন্তু স্বরধ্বনি ছাড়া ‘খ উচ্চারণ করলে সেটা প্রকাশ করার জন্য ‘খ -এর নিচে যে চিহ্ন (& )দেয়া হয়, তাকে বলে হস্ / হল চিহ্ন। আর যে ধ্বনির পরে এই চিহ্ন থাকে, তাকে বলে হসন্ত বা হলন্ত ধ্বনি বলে আমরা অভিহিত করতে পারি । কোন বর্ণের নিচে এই চিহ্ন দেয়া হলে তাকে বলে হসন্ত বা হলন্ত বর্ণ।  বাংলা জানি , বর্ণমালা বাংলা বর্ণমালায় বর্ণ আছে মোট ৫০টি। নিচে বর্ণমালা অন্যান্য তথ্য সহকারে দেয়া হলো-  স্বরবর্ণ অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ* ও ঔ* ৬ ১ ৪ ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ ঙ ২ ২ ১ চ ছ জ ঝ ঞ ৪ - ১ ট ঠ ড ঢ ণ ৪ ১ - ত থ দ ধ ন ৩ ২ - ...