একুশের গান -মিনতি গোস্বামী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
একুশ মানে মুখের ভাষা
একুশ আমার বুকের ভাষা
একুশ মানে রক্তদিন
একুশ প্রাণে জাগায় আশা।
একুশ মানে রাজপথেতে
হাজার লোকের মিছিল
একুশ মানে পোড়খাওয়া
যুবক দেহের ফসিল।
একুশ মানে শিকল ভাঙা
একুশ মানে দুর্নিবার
একুশ মানে শ্রদ্ধানত
বিজয় দিবস দুবাংলার।
একুশ মানে গানে কবিতায়
উজ্জ্বল এক নতুন ভোর
একুশ মানে ভায়ের রক্তে
রাঙানো সেই বাহুডোর।
একুশ মানে বিশ্বজুড়ে
মাতৃভাষায় উচ্চারণ
একুশ মানে এক সুতোতে
বাঁধি যত আপনজন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন