বিপন্ন জীবন - আরিফুল ইসলাম সাহাজী 

সারারাত ছিলাম উলঙ্গ সপ্নের সাথে 
ভালবাসার মানুষ আজ আমায় ডেকেছে ,
এক রোখা রোদ্দুর উন্মক্ত হয়ে 
খেতে আসছে ভালবাসাকে !


ফাটাফাটি জোসনার রূপালী কর্ণারে 
মুখের দিকে কি থাকব ফিরে !
বোধকেলণ্ত লাগছে -
প্রথম দেখায় কি বলব ওকে ?


আর্তনাত !জনহীন এ্ই বনসপতিতলে 
একি প্রিয়া ?কাপড় হাঁটুর উপরে 
যন্তনার সাইক্লোন বুকে আছড়ে পড়ে 
একটু আগে ও ধর্ষিত হয়েছে ।
Add caption


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।