চলমান সময়ের মানুষ এত হিংস্র কেন ! - আরিফুল ইসলাম সাহাজি


চলমান সময়ের মানুষ এত হিংস্র 
কেন ?
পৃথিবীর সৃষ্টিলগ্নের আদিতে 
মানুষের সঙ্গে বন্যজন্তুর বিশেষ তফাত ছিল 
না ।
উভয়ের মাঝেই বন্যতা ও হিংস্রতার লক্ষনীয় 
সাদৃশ্য ছিল ।পরবর্তীতে মানব ও জন্তুর মধ্যে
 এসেছে বৈসাদৃশ্যর    
আকাশপ্রমাণ প্রাচীর । মানুষ আধুনিক হয়েছে 
ক্রমশ ।জঙ্গল থেকে উঠে এসেছে উত্তর 
আধুনিক নাগরিক সভ্যতার প্রতিভূ হিসাবে ।
শিক্ষা ,সংস্কৃতি সহ মানবজীবনের প্রতিটি 
ক্ষেত্রে হয়ে উঠেছে চরম উৎকর্ষ ।
মানবজাতির এই সামগ্রিক উৎকর্ষতার যুগেও  
মানবহৃদয় সে অর্থে উৎকর্ষ হয়ে উঠতে পারেনি ।
বরং তা নামতে নামতে উপনীত হয়েছে 
অবনমনের  চূড়ান্ত স্থরে ।যা অনেক ক্ষেত্রে 
বন্যজন্তুর হিংস্রতাকেও হার মানায় ।
প্রায় প্রতিদিন প্রতিমুহুর্ত ই_মাধ্যমের কল্যাণে 
আমরা সাক্ষী থাকছি হাজার আফরাজুলের 
 নিষ্টুর হত্যার ঘটনার ।বধূনির্যাতন 
,বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বিতরণ আজ
 নিতান্ত মামুলি ঘটনা ।
মানবহত্যা তো অত্যন্ত সাধারণ
 ব্যপার ।শিশুহত্যাও ব্যতিক্রমী ঘটনা নয় ।
গোষ্টীগত হত্যাও সংঘটিত হচ্ছে বেশ 
উৎসাহের সঙ্গে ।মানবপীড়নের হোতাদের 
ভূষিত করা হচ্ছে শান্তির নোবেলে । 

যন্ত্র আবিষ্কার করতে করতে কখন
 যে নিজেই যন্ত্রদানব হয়ে উঠেছে লক্ষ 
করেনি ।তৈরি করে ফেলেছে বোমারু 
বিমান ,হাইড্রোজেন - পারমাণবিক
 বোমাসহ উন্নত অস্ত্রসরঞ্জাম ।পরীক্ষা 
করবার ক্ষেত্র হিসাবে বেছে নেওয়া হচ্ছে 
সমগ্র মধ্যপ্রাচ্যকে ।বোমারু হানার 
নরকযন্তনা ভোগ করতে হয় সিরিয়ার ভাগ্যহত শিশু - নারী -পুরুষদের ।রোহিঙ্গা গণহত্যার ভিডিও ক্লিপিন দেখেননি এমন মানুষ বিশ্বজাহানে খুঁজে পাওয়া দায় ।অতএব ,এ বিষয়ে বক্তব্য নিষ্প্রয়োজন ।
মানুষত্ব নামক বস্ত্তটি যেন 
ভাতের ফুটন্ত আভার মত  উবে গেছে ।
হৃদয়ের খালি কোঠরে জমছে হিংস্রতা ।
সম্পূর্ণ অকারণে ,কোন কোন ক্ষেত্রে
 শুধু মাত্র ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা ,
ধর্ষণ ও শিশুহত্যার মহাপাপ সংঘটিত হচ্ছে ।
যা বন্য পশুকেও হার মানায় ! 
এটায় কি মানব উন্নয়ন ?
এমন মানব উন্নয়নের কি খুবই 
প্রয়োজন ছিল !!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।