আমার প্রথম প্রেম - আরিফুল ইসলাম সাহাজী
ভালবাসা ,প্রেম শব্দ দুটির মধ্যে আলাদা একটা মাদকতা রয়েছে বলে আমার মনে হয়.একটা সময় এমন আছে সময় টা মেন্ষন করেই বলি ,জোউনোতা প্রাপ্তির পর প্রেম বলতে নারী শরীর আর আদিম রিপুর দেহজ
খেলা.কিন্তু জোউবোন একটু আসন গেড়ে বসার পর প্রেম দেহ ছড়িয়ে মনওজগতে বিরাজ করে.এতো
গেল প্রেমের সাত সতরও ; এ আজ আমার বলবার বিষয়ই নয়.
আমার প্রথম প্রেম ,কথা টা লীক্তেই স্মৃতিরা জোট বেঁধে আমাকে হুমকি দিচ্ছে কিছুতেই খুলবে না রিদকপাট.
সাল 2009 বি.এ সেকেন্ডয়ের স্টুডেন্ট ,তারিখটা মনে করতে পারছি না ,পড়তে গেছি বাঙ্গলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রফেসর এর কাছে ,পরবতী কালে তিনি হয়েছিলেন আমার খুব কাছের একজন মানুষ.সাহিত্য নিবেদিত এ্ই মানুষ টির কাছে আমি পয়েছিলাম অপার পেরোনো.যাহোক সেদিন প্রথম আমার নজরে পরে একটা মেয়ে.না খুব সুন্দরী নয় ,কিন্তু তার মুখে একটা আলদা মাদকতা ছিল আর সেটাই
বোধহয় আমাকে আকর্ষণ করছিল.তারপর আলাপ ,আলাপ থেকে গভীর বন্ধুত্ব.বয়েস কম আর পুরোপুরি কবি ,পড়াশুনো তেও খুব খারাপ নয় ,সাহিত্য জ্ঞআন ও অল্প ছিল ,সেই হিসাবে একটা সুনাম ছিল.
মাস দুই পর রিদয় এ কেমন যেন একটা অনন্য অনুভূতি অনুভুত হতে লাগল.সবসময় ওর মুখ টা দেখতে মন
চাইত.প্রথম প্রথম বড় অসস্তি লগত ,এ আবার কি বাপু.কিন্তু মনের সঙ্গে যুদ্ধ এ বারবার পরাজিত হতে হত.ও কিছুতেই বুছতে চাইত না ,যেন আমার শরীরে ওকে কয়েত করে রেখেছি অমন ভাব.তাই আমি ওকে নিয়ে
বেরিয়ে পরতাম তার বাস আসার মুহূর্তে ,তারপর অনেকটা সময় গল্প আড্ডায় জমত আসর.একটা দিনের
কথা বলি সেদিন কালেজ অনেক দেরি করে ছুটি হয়েছিল - বাড়ি আসব দুটি কবিতা পোস্ট করে.সেসময় চোখে অনেক সপ্ন বড় কাগজে লেখা বার হবে ,তাই প্রায় লেখা পাঠাথাম.তো সেদিন পোস্ট ওফীস এ যাবার
মুহূর্তে দেখি ও বাসের অপেক্ষায়,সেদিন বাস কম ছিল.আমি ছিলাম ওর সঙ্গে রাত 9টা পর্যন্ত.
বন্ধুরা বলল আর না , এবার বলে দে.কিন্তু কিছুতেই বলতে পড়ছিলাম না.কতদিন বলতে গিয়েও বলতে পারিনি.সেসময় রিজকাণ্ড নিয়ে সারা বাঙ্গালায় তোলপাড় শুরু হয়েছে ,আমরাও ছিলাম দুটি ভিন্ন ধর্মের
মানুষ ,তারপর যখন শুনলাম ছোট্ট বয়েসে ওর বিয়ে ঠিক হয়ে আছে.তাই ভাবলাম না ,নাই বা পেলাম ওর ভালবাসা ,ওর বন্ধুত্ব টা আমার কাছে অনেক বেশি দামি .কেননা প্রেম সবসময় কাছে টানে না অনেক সময় দুরেও ঠেলে দেই.আর সেটাই বড় প্রেম.জানি না ও আজ কেমন আছে !তবে যেখানেই থাকুক ভাল থাক.
.....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন