কবিতা বিষয়ক আলোচনা ;আজকের আলোচ্য কবিতা আফ্রিকা :আলোচক আরিফুল ইসলাম সাহাজি
বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুরের অসংখ্য অনবদ্য কবিতারাজির মধ্যে একটি সস্বরণীয় কবিতা আমদের আলোচ্য আফ্রিকা নামক কবিতাটি - যেখানে ঋষিকবি রবীন্দ্রাথ আফ্রিকা সম্পকে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছন ।
আফ্রিকা অনন্যা মহাদেশ থেকে চারিত্রিক ভাবে পৃথক ও স্বতন্ত্র ।কবির মতে সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিপর্বে অধৈর্য হয়ে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আলাদা করে সৃষ্টি করেছন আফ্রিকাকে ।বিশ্বকবি রবীন্দ্রাথ তাঁর স্বভাবজাত ভঙ্গিমায় একটি নিতান্ত ভৌগলিক ঘটনাকে শিল্পীর তুলিতে অসাধারনত দান করেছন ।ভূবিদ গণের মতে সুপ্রাচীনকালে পৃথিবীর পূর্বাঞ্চল ছিল আফ্রিকার ভূখণ্ড ।কিন্তু পরবতী কালে বিভিন্ন প্রাকৃতিক কারনে তা মূলভূখণ্ড থেকে পৃথক হয়ে সম্পূর্ণ আলাদা একটা মহাদেশে পরিনত হয়েছে ।কবি কল্পনায় তারপর তাকে বন্দী করে রাখে বড় বড় গাছের জঙ্গলে ঘেরা প্রায় আলো হিন্ এক ধোঁয়াশার জগতে ।
এভাবেই সভ্য জগত থেকে আলাদা হয়ে গহন অরণ্যের অন্তরালে বন্দী থেকে দুর্গমতা ,সভ্যতার আলোহিন্তা
আদিম আফ্রিকাকে করে তুলেছিল রহস্যময় ।এহেন ,এক সামানন্ ভৌগোলিক ঘটনাকে ঋষি রবীন্দ্রাথ তাঁর নিজস্ব উপলব্দিতে অনুভব করে এক অনবদ্য রূপ দিয়েছেন ।একাকি ,আলাদা আফ্রিকা দুর্গম রহস্যময়তা ,আকাশ মাটির দুর্বোধ্য সংকেতের পাঠ নিচ্ছিল ।অলৌ্লিকতার ইন্দ্রজাল তার হৃদয়কে আচ্ছন্ন করেছিল ।ফলে আলোহীন এ্ই ভূখণ্ড নিজেকে ভয়াল ,ভয়ংকর ,উগ্র ,আদিম করে যুধ্ববাদ্দের তালে তালে তাণ্ডবের বিভীষিকার মধ্যে সংগ্রহ করেছিল দুর্গম এর রহস্যময়তা ।
আফ্রিকা অনন্যা মহাদেশ থেকে চারিত্রিক ভাবে পৃথক ও স্বতন্ত্র ।কবির মতে সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিপর্বে অধৈর্য হয়ে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আলাদা করে সৃষ্টি করেছন আফ্রিকাকে ।বিশ্বকবি রবীন্দ্রাথ তাঁর স্বভাবজাত ভঙ্গিমায় একটি নিতান্ত ভৌগলিক ঘটনাকে শিল্পীর তুলিতে অসাধারনত দান করেছন ।ভূবিদ গণের মতে সুপ্রাচীনকালে পৃথিবীর পূর্বাঞ্চল ছিল আফ্রিকার ভূখণ্ড ।কিন্তু পরবতী কালে বিভিন্ন প্রাকৃতিক কারনে তা মূলভূখণ্ড থেকে পৃথক হয়ে সম্পূর্ণ আলাদা একটা মহাদেশে পরিনত হয়েছে ।কবি কল্পনায় তারপর তাকে বন্দী করে রাখে বড় বড় গাছের জঙ্গলে ঘেরা প্রায় আলো হিন্ এক ধোঁয়াশার জগতে ।
এভাবেই সভ্য জগত থেকে আলাদা হয়ে গহন অরণ্যের অন্তরালে বন্দী থেকে দুর্গমতা ,সভ্যতার আলোহিন্তা
আদিম আফ্রিকাকে করে তুলেছিল রহস্যময় ।এহেন ,এক সামানন্ ভৌগোলিক ঘটনাকে ঋষি রবীন্দ্রাথ তাঁর নিজস্ব উপলব্দিতে অনুভব করে এক অনবদ্য রূপ দিয়েছেন ।একাকি ,আলাদা আফ্রিকা দুর্গম রহস্যময়তা ,আকাশ মাটির দুর্বোধ্য সংকেতের পাঠ নিচ্ছিল ।অলৌ্লিকতার ইন্দ্রজাল তার হৃদয়কে আচ্ছন্ন করেছিল ।ফলে আলোহীন এ্ই ভূখণ্ড নিজেকে ভয়াল ,ভয়ংকর ,উগ্র ,আদিম করে যুধ্ববাদ্দের তালে তালে তাণ্ডবের বিভীষিকার মধ্যে সংগ্রহ করেছিল দুর্গম এর রহস্যময়তা ।
Alo manus dhorar dol
উত্তরমুছুন