কৃষকদের সার্বিক উন্নয়নে নজর দিক রাষ্ট্র - আলোচনায় আরিফুল ইসলাম সাহাজি



রাষ্ট্র কিম্বা জাতির সার্বিক কল্যাণ সাধিত হওয়ার জন্য সর্বাংশের সমৃদ্ধি প্রয়োজন । কোন কারণে সমষ্টি উন্নয়ন ব্যতিরেকে কিয়দংশের উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হলে রাজনৈতিক কেষ্ট বিষ্টদের ফায়দা হলেও দেশ ও জাতির কাছে তা নিতান্ত অর্থহীন ।শরীরের কোন বিশেষ অংশের শ্রীবৃদ্ধি যেমন সুস্বাস্থ্যর পরিচায়ক নয় ,তথাপি বৃহৎজনগোষ্টীর নগণ্য অংশের উন্নয়ন রাষ্ট্রের সার্বিক সমৃদ্ধির নির্ণায়ক সূচক নয় ।দুঃখের ও পরিতাপের বিষয় ,দেশের বর্তমান ও অতীত রাজনীতিক ,সামাজিক ও অর্থায়ন পরিমিতি কিন্তু এই বৈষম্যময় দিকেই ইঙ্গিত করে বা করছে ।দেশের বৃহৎ অংশের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনীতিক জীবনের গল্প কিন্তু বেশ করুন ।
ভারতীয় জনগোষ্টীর বৃহৎঅংশের মানুষের কর্ম কৃষিকাজ ।সমাজ গঠন ও রাষ্ট্রের কল্যাণসাধনে বিরাট ভূমিকা নেন কৃষকজনগোষ্টী ।দেশ এগিয়ে গেছে ,কিন্তু সমাজের এই বৃহৎ অংশ এখনও প্রান্তিক সীমায় অবস্থান করছে ।অথচ ,
রাঘববোয়াল শিল্পপতিরা সমগ্র ভারতীয় জনগোষ্টীর অতি নগণ্য অংশ হলেও সম্পদের সিংহভাগ তাদের কারাযত্ত ।ঋণ খেলাপ ও অনাদায়ী ঋণের টাকা বেআইনি পথে লুট করে দেশকে সর্বশান্ত করছে ।

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

২০১৭ সালে  ভারতীয় কৃষকদের উৎপাদন ছিল রেকর্ড পরিমাণ ।  কৃষিজ দ্রব্যর দাম পড়ে গেছে, ২০১৫ সালে ৮০০৭ জন কৃষক আত্মহত্যা করেছে, ২০১৬ ও ২০১৭ সালের মাঝামাঝি অপরিশোধিত কৃষি ঋণের পরিমাণ ২০% বেড়েছে, আর ৬০০ মিলিয়ন ভারতীয় যারা শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল  ,তারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
২০১৫ সালে ভারতে যে ৮০০৭ জন কৃষক আত্মহত্যা করেছেন, এদের প্রতি দশজনের মধ্যে চারজনই ঋণগ্রস্থ ছিলেন। ২০১৪ সালে প্রতি দশজনের মধ্যে দুইজন ছিলেন ঋণগ্রস্ত। গত ১১ বছরে বহু পরিবার ঋণের জালে আটকা পড়েছে। গড়ে প্রতি কৃষক পরিবার ১.০৩ লাখ রুপি ঋণ রয়েছে ।রাষ্ট্র কৃষকজনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নজর দিক ।ঋণ মকুব করে উত্তর আধুনিক ভারতীয় জনগোষ্টীর এই বৃহৎঅংশের কঠোর পরিশ্রমের কিছুটা মূল্য ফিরিয়ে দিক ,এটাই দেশবাসীর কাম্যকাঙ্খা ।

লেখক পরিচিতি :
আরিফুল ইসলাম সাহাজি
রায়পুর ,চাকলা ,দেগঙ্গা ,উত্তর ২৪ পরগনা ,পশ্চিমবঙ্গ ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।