পাঁচশত মনীষীর জীবনী : প্রথমেই হজরত মহম্মদ স: এর নাম ।



সুবোধ চক্রবর্তীর ' পাঁচশত মনীষীর জীবনকথা ' নামক বইটি পড়লাম । ৭৮০ পাতার বৃহৎ গ্রন্থটিতে তিনি সারা বিশ্বের পাঁচশত মনীষীর জীবন ও মহৎ কর্মকান্ড তুলে ধরেছেন । পাঁচশ সংখ্যাটি যেহুতু অনেকটাই বেশি , সেই তুলনায় পুস্তকটির পৃষ্ঠা সংখ্যা সামান্য হওয়ায় , স্বল্পকথায় খোদিত হয়েছে এক একজন মনীষীর মহৎ জীবনাদর্শ । ফলে বিষয়টি একটু খাপ ছাড়া লাগলেও একটি বিষয় ভীষণভাবে হৃদয়ে দাগ কাটলো , পাঁচশত মনীষীর জীবনকথায় লেখক একেবারেই প্রথমে রেখেছেন মহানবী হজরত মুহাম্মদ (স:)কে । একজন অমুসলিম লেখককে সাধুবাদ দিতেই হয় , বিশেষত বর্তমান এই অপসময়ে যখন বিশ্বব্যাপী একটা বিরাট সংখ্যক মানুষ ব্যস্ত ইসলামের কুৎসা করতে । ফলত গ্রন্থপাঠের শুভলগ্নেই গ্রন্থকারের প্রতি শ্রদ্ধার উন্মেষ হলো । অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গেই মহামানব মুহাম্মদ (স:)জীবন , দর্শন এবং মহৎ কর্মগাঁথা  সহৃদয়তার সঙ্গে সুবোধ চক্রবর্তী অঙ্কন করেছেন । শুধু তাই নয় ,অবাক হতে হয় ' ( স:)' ,' (রা:)' ,' (আ:)' , প্রভৃতি সন্মানিক ইসলামিক পদগুলির ব্যবহারও লক্ষ্য করা যায় বইটিতে । দুই'য়ে এবং তিন নম্বর আলোচনায় আছেন   যীশু খৃষ্ট , এবং মুসা( আ:)। লেখকের মুন্সিয়ানাই বইটি যেমন উপভোগ্যময় তেমনি জ্ঞানের আকর হয়ে উঠেছে  । পাঁচশত মনীষীর মধ্যে অনেক নামই অজানা - অচেনা , অথচ বিশ্বে অমর কৃতিত্ব স্থাপন করেছেন তাঁরা । তাঁদের মধ্যে কেউ মহান রাজনীতিবিদ , জাতির মুক্তির সাধনায় নিবেদিত প্রান । পরাধীন জাতির শৃঙ্খল মুক্তির সাধনায় উৎসর্গ করেছেন জীবন যৌবন ও কর্মসাধনা । কেউ মানুষের পীড়ন , দুর্বলের প্রতি অত্যাচার , ধর্ম - বর্ণগত বিভেদ বিষন্ন হয়েছেন , গভীর তপস্যায় খুঁজেছেন মুক্তির সোপান । কালক্রমে তাই হয়ে উঠেছে একটি ধর্মমত , আদর্শ এবং মুক্তির পথ । তাঁদের মধ্যে আছেন , মহান সাহিত্য সাধকও , যিনি লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন মানুষের সুখ , দুঃখ , উত্থান পতনের ইতিহাস ইতিবৃত্ত । আছেন মহান স্থপতিবিদ , যাঁদের হস্তের সোনালী স্পর্শে দাঁড়িয়ে আছে তাজমহলের মত স্থাপত্য । অনেকেই ছিলেন বিজ্ঞানের মহান সাধক । যাঁদের ঐকান্তিক কর্মকুশলতায় অরণ্যচারি মানুষকে এনেছে প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ অঙ্গনে । অনেকেই আবার নারী স্বাধীনতার পক্ষে ধরেছেন কলম , আন্দোলন করেছেন , জেলেও গিয়েছেন । নানা দেশে , নানা সময়ে এই সমস্ত মনীষীগন জন্মগ্রহন করেছেন , গুহাবাসী মানুষকে তাঁরা এনেছেন সভ্যতার মূলস্রোতে । আরও একটি বিষয় লক্ষণীয় হয়ে উঠেছে , অন্ধবিশ্বাস ও কল্পনায় ভর করে পৃথিবীতে জন্মাননি , অথচ পূজিত এমন কোন চরিত্রের জন্য লেখক কলম ধরেননি । ফলে পাতার  পর পাতা উল্টাতে  পাঠককে ক্লান্ত হতে হয় না , বরং হৃদয় রোমাঞ্চিত হয়ে ওঠে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।