নোঙর শব্দটি কিসের প্রতীক ? কবিতাটির ব্যঞ্জনাময় যে আলেখ্য মুখ্য হয়ে উঠেছে , সে বিষয়ে আলোচনা ।


আলোচনা করছেন বিশিষ্ট আলোচক আরিফুল ইসলাম সাহাজি । ।

কবি অজিত দত্তের নোঙর কবিতাখানি একটি প্রতীকী কবিতা , যেখানে কবির রোমান্টিসিজমের প্রধান্য লক্ষ্য করি । কবি আর পাঁচজন সাধারণ মানুষের মত নন , তিনি স্বপ্নবিলাসী । সুদূরের হাতছানি কবিকে করে তোলে চঞ্চল । সারারাত দাঁড় টেনে নোঙরের বন্ধন ছিন্ন করে জীবনতরীকে নিয়ে যেতে চান কবি স্বপ্নদুয়ারের স্বর্ণমন্দিরে । তবে বার বার কবিকে ব্যর্থ হতে হয় ।

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

নোঙর হলো , একটি নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার এক ভারি বস্ত্ত বিশেষ । যেহেতু , কবিতাটি একটি প্রতীকী কবিতা , সেহেতু সহজ সরলতার মধ্যে দিয়ে কবি জীবনের গূঢ়  সত্যকে তুলে ধরেছেন । নোঙর এখানে মানবজীবনের বন্ধন । যা মানুষের জীবনকেও নৌকোর মত বেঁধে রাখে । সম্পর্ক , দায়িত্ববোধের নোঙরে বাঁধা কবির জীবন । যাঁরা ভাবুক , সৃষ্টিশীল , রোমান্টিক মানুষ তাঁরা জীবনের সমস্ত বন্ধন কাটিয়ে বাস্তব থেকে অনেক দূরে চলে যেতে চান । কিন্তু নোঙররুপ জীবনের বন্ধন তাঁর সাধপূরণের প্রধান অন্তরায় । তাই কবির উপলব্ধি -
                    ' ' জোয়ার ভাঁটায় এ তটের কাছে
                        আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে ' ' । সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না , আবার জীবনের সীমাবদ্ধতা থেকেও বেরিয়ে আসতে পারেন না কবি । তাই তার মনে হয়েছে জীবনটা নোঙরে বাঁধাপড়া এক নৌকা । ।
         
          

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।