চিত্তরঞ্জন দাসের কবিতা


তরঙ্গে তরঙ্গে আজ যেই গীত বাজে, সোনার স্বপন ভরা প্রভাতের মাঝে; সেই গীতে ভরি গেছে হৃদয় আমার, গগনে পবনে বহে সেই গীত ধার! কি মোরে করেছ আজ! মনখানি মম, শত শত তন্ত্রীভরা গীতযন্ত্র সম,- পরশি তোমার করে কাঁপিয়া কাঁপিয়া, গরবে গৌরবে আজ উঠিছে বাজিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।