এস .এস .সি বাংলা গাইড : অলৌকিক 2

আরিফুল ইসলাম সাহাজি 






১৬ . পাঞ্জা শব্দের অর্থ কি ? 
      ক . হাত 
      খ . পা 
      গ . আঙ্গুল সমেত কর

উ . গ

১৭ . ফিরিঙ্গি কাদের বলা হত ? 
       ক . ভারতীয় ও ইউরোপীয় সংকর জাত 
       খ . বৃটেনের মানুষ 
       গ . জাপানের মানুষ 

উ . ক

১৮ . ঘুরতে ঘুরতে গুরু নানক কোথায় এসে পৌঁছেছিলেন ?
        ক . পাঞ্জাবে 
        খ . আব্দাল এর জঙ্গলে 
        গ . বিহারে 
উ . খ 

১৯ . তখনকার আবহাওয়া কেমন ছিল ?
       ক . শীত 
       খ . বর্ষা 
      গ . ভয়ঙ্কর গরম 

উ . গ 

২০ . গুরু নানক যখন হাঁটছিলেন তখন আশেপাশে মানুষের সমাগম ছিল কি ?
        ক . অনেক সাধু ছিল 
        খ . জঙ্গলের মানুষরা ছিল 
        গ . চারিদিকে শুনশান ছিল 

উ . গ 

২১ .  তারপর কী হল মা ? কথাটি কে জানতে চেয়েছিল ?
       ক . লেখক 
       খ . লেখকের ভাই 
       গ . লেখকের মা 

উ . ক 

২২ . হঠাৎ কার জল তেষ্টা পেয়েছিল ?
       ক . মর্দানার
       খ . নানকের 
       গ . একটি শিশুর 

উ . ক 

২৩ .ভাই মর্দানা সবুর করো ', কথাটি কে বলেছিলেন ?
       ক . সাধক হাসান 
       খ . নানক 
       গ . তেজ বাহাদুর 

উ . খ 

২৪ .মর্দানার গোঁয়ার্তুমি দেখে গুরু নানক বিরক্ত হয়েছিলেন কেন ?
      ক . জল না পেলে সে হাঁটছিল না 
      খ . মর্দানা নানকের সঙ্গে যেতে চাইছিলেন না 
      গ . শুয়ে পড়েছিলেন 

উ .ক 

২৫ . তেষ্টার চোটে জল ছাড়া মাছের মত চটপট করছিলেন কে ?
       ক . নানক 
       খ . হাসান 
       গ . মর্দানা 

উ . গ 

২৬ .পাহাড়ের চূড়ায় কার কুটির ছিল ?
      ক . বালি কান্ধারি নামক এক দরবেশের 
      খ . গুরু নানকের শিষ্যর
     গ . পীর হাসানের 

উ .ক 

২৭ .জঙ্গলে একমাত্র জলের কুয়াটা কার ছিল ?
     ক . বালি কান্ধারির 
     খ . গুরু সদানন্দের 
     গ . হাসানের 

উ . ক 

২৮ .বলী কান্ধারি কার নাম শুনে রেগে গিয়েছিলেন ?
       ক . নানকের 
       খ . মর্দানার
       গ . রামকৃষ্ণের 

উ . ক 

২৯ .মর্দানাকে দরবেশের কাছে দ্বিতীয়বার গিয়ে নানক কি বলতে বলেছিলেন ?
        ক . দয়া করে আমাকে জল দিন 
        খ . কেমন সাধক আপনি ?
        গ . আমি নানক দরবেশের শিষ্য 

উ . গ 

৩০ .আমি কাফেরের শিষ্যকে এক গুন্ডুসও জল দেবো না , একথা কে বলেছিল ?
        ক . কান্ধারি 
        খ . হাসান 
        গ . সাধক সামসুদ্দিন 

উ . ক 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।