এস .সি . গাইড বাংলা : সুয়েজ খালে হাঙ্গর শিকার 2
বিকল্পটি নির্বাচন করুন ।
৩১ . বড়শির অন্য দিকে কি বাঁধা ছিল ?
ক . একটা আস্ত ছাগল
খ . একটা জ্যান্ত পাঁঠা
গ . মোটা কাছি
উ . গ
৩২ . বড়শির ফাতনাতে কি বাঁধা হয়েছিল ?
ক . মোটা কাঠ
খ . ছোট শাবল
গ . সবকয়টি সঠিক
উ . ক
৩৩ . পাহারাদার পুলিশি নৌকোয় কয়জন ঘুমাচ্ছিলেন ?
ক . দুইজন
খ . তিনজন
গ . চারজন
উ . ক
৩৪ . কোন মাছকে অনুসরণ করে দ্বিতীয় হাঙর এল ?
ক . চোষক
খ . চিতল
গ . পাইলট ফিস
উ . গ
৩৫ . কত তারিখে জাহাজ সুয়েজ খালে পৌঁছাল ?
ক . ১১ জুলাই
খ . ১০ জুলাই
গ . ৫ জুলাই
উ . ক
৩৬ . প্লেগের প্রাদুর্ভাব কোথা থেকেও এসেছিল ?
ক . মিশর
খ . জাপান
গ . আমেরিকা
উ . ক
৩৭ . কাদের জাহাজে উঠবার অনুমতি ছিল না ?
ক . মিশরীয়দের
খ . কোম্পানির অজেণ্টদের
গ . আমেরিকার মানুষদের
উ . খ
৩৮ . প্লেগ বিষ দেহে প্রবেশের পর কতদিন পর ফুটে ওঠে ?
ক . ১২
খ . ১৫
গ . ১০
উ . গ
৩৯ . কাকে ছুঁলে দশদিন আটক থাকতে হত ?
ক . মিশরীয়দের
খ . ভারতীয়দের
গ . ইংরেজদের
উ . ক
৪০ . চব্বিশ ঘন্টা এইখানে পড়ে থাকো । কোথায় ?
ক. ভূমধ্যসাগরে
খ . বঙ্গোপসাগরে
গ . সুয়েজ খালে
উ . গ
৪১ . সুয়েজ খালের চারিদিকে কেমন প্রকৃতিক পরিবেশ ছিল ?
ক . তিনদিকে বালির ঢিবি আর পাহাড়
খ . কোন তীর নেই
গ . চারটি দেশ পরিবেষ্টিত
উ . ক
৪২ . হাঙর সবচেয়ে বেশি কোন বন্দরে আছে বলে প্রবন্ধে উল্লেখ আছে ?
ক . টোকিও
খ . সিডনি
গ . ওয়াশিংটন
উ . খ
৪৩ . কোন দুটি প্রাণীর উপর মানুষের ক্রোধ সবচেয়ে বেশি ?
ক . হাতি ও বাঁদর
খ . বাঘ ও সিংহ
গ . সাপ ও হাঙর
উ . গ
৪৪ . পূর্বে আর কখনও দেখা পায়নি । কার কথা বলা হয়েছে ?
ক . চিতল
খ . তিমি
গ . হাঙর
উ . গ
৪৫ . ঝাঁকে ঝাঁকে আসা মাছগুলোকে কেমন দেখাচ্ছিল ?
ক . গাঙধারার মত
খ . প্রাচীরের মত
গ . সবকয়টি সঠিক
উ . ক
৪৬ .মাঝে মাঝে যে এক একটা বড় মাছ দেখা যাচ্ছিল , তার চেহারা কেমন ?
ক . ইলিশের মত
খ . হাঙরের মত
গ . তিমির মত
উ . ক
৪৭ . বনিটো মাছকে প্রাবন্ধিক কোন মাছের বাচ্ছা বলেছেন ?
ক . তিমির
খ . হাঙ্গরের
গ . হনুমানের
উ . খ
৪৮ . ' এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল ' । প্রাবন্ধিক এখানে কোন মাছের কথা বলেছেন ?
ক . হাঙ্গর
খ . ইলিশ
গ . চোষক
উ . ক
৪৯ .সমুদ্রের জল কিসের মত স্বচ্ছ ছিল ?
ক . আয়নার
খ . কাচের
গ . পেতলের
উ . খ
৫০ . হাঙ্গরের গায়ের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে যে মাছেরা ?
ক . চতলা
খ . ইলিশ
গ . চোষক
উ . গ
৫১ . এক্ষণে বড়ো বন্ধু হয়ে উঠল । কারা ?
ক . পুলিশি নৌকার দুই আরোহী ও জাহাজের যাত্রী
খ . সিস্টার নিবেদিতা ও জাহাজের যাত্রী
গ . কোনটা নয়
উ . ক
৫২ .হাঁকা হাঁকির চোটে ---------- চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন ।
ক . মিশরীয়
খ . আরব মিয়া
গ . জাপানের লোকো পাইলট
উ . খ
৫৩ .সহসা জাহাজ প্রায় --------- হাত দূরে , বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল । ক . তিনশ
খ . চারশ
গ . দুশ
উ . গ
৫৪ . টান টান টান , ------------- টান , প্রাণপণে টান ।
ক . ৫০/৬০ জনের
খ . ৪০ /৫০ জনের
গ . ৭০ / ৮০ জনের
উ . ক
৫৫ . প্রথম হাঙরটির চেহারা কেমন ছিল ?
ক . বাঘের মত
খ . সিংহের মত
গ . তিমির মত
উ . ক
৫৭ . কার গায়ে কালো ডোরা কাটা দাগ ছিল ?
ক . চোষক
খ . ইলিশ
গ . প্রথম হাঙর
উ . গ
৫৮ . রক্তচোষা মাছটির নাম কি ?
ক . চিতল
খ . আরকাঠি
গ . পাতলা ফিস
উ . খ
৫৯ . জলের মধ্যে ---------- চলে না ।
ক . কথা
খ . খাওয়া
গ . ঘুম
উ . ক
৬০ .বড়শিতে কিসের মাংস গেঁথে দেওয়া হয়েছিল ?
ক . হরিণের
খ . ছাগলের
গ . ইংরেজি শুয়োরের
উ . গ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন