অন্ধকার :পথ দেখাও - আরিফুল ইসলাম সাহাজি

শতাব্দীর শবদেহ বহন করবার মত
একটা শক্ত কাঁধ চাই ,
গণকবরের পাশে কঙ্কালের রাশিগুলো
ঠিকঠাক সাজিয়ে রাখার মত
একদল ডোম চাই ,
ছন্দের গহীনে এত আঁধার ঢাকবার জন্য
বিবেকহীন একদল কবি চাই ,
ক্ষয়িষ্ণু শরীর হতে পাঁজর খুলে
মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবার জন্য
একদল ভুয়ো ডাক্তার চাই ।

পাশাপাশি
তিমির হননের গান উপেক্ষা করে
প্রেমের মশাল ধরানোর জন্য
একজন সাচ্চা মানুষ চাই :গোধূলির
নেতিয়ে পড়া আলোতে লন্ঠন হাতে
অগণন সপ্নকে সে পথ দেখাক ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।