মক্কা ও মদীনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ হবে , এই মর্মে টুইট ।


মক্কা এবং  মদিনার কাবা শরীফ এবং মসজিদ নবাবীতে রোজার সময় জমায়েতে নামাজ বন্ধের যে নির্দেশিকা সৌদি প্রশাসনের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল , সেই নিদেশ থেকে সরে এসেছে সৌদি প্রশাসন । পবিত্র মাহে রমজান চলাকালীন সময়ে স্বল্প পরিসরে তারাবির নামাজের অনুমতি দিয়েছেন বাদশা  সালমান বিন আবদুল আজিজ। বুধবার পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
পবিত্র দুই মসজিদ প্রাঙ্গণ হতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা যাবে । শর্ত সাধারণ মুসল্লিগণ মসজিদে প্রবেশ করতে   পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ অল্প কয়েকজনকে  নিয়ে তারাবির নামাজ হবে। 
করোনা পরিস্থতির দিকে নজর রেখে পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখার পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয় । তবে ,  গত সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী কর্তৃপক্ষ পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয় ,   দুই মসজিদে তারাবির নামাজ হলেও , রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।