বর্তমান সময়ের সংবাদ মাধ্যমগুলি নিরপেক্ষ ভূমিকা পালন করছে কি ? - আরিফুল ইসলাম সাহাজি
গণমাধ্যম বরাবরই মানুষের কণ্ঠরোধের বিরুদ্ধে সোচ্চার ছিল ।তবে ,ইদানিং সোশাল মিডিয়া ব্যতীত প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমগুলি বিনোদনমূলক সংবাদ পরিবেশন করেই টি .আর.পি বাড়াতে ব্যস্ত ।মানুষের মূল্যবোধ ,দিনকে দিনের ভোগ ভোগান্তির কোন মূল্যই নেই আধুনিক সংবাদ মাধ্যমগুলির কাছে ।একের পর এক ব্যাঙ্ক জালিয়াতরা দেশকে সর্বস্বান্ত করে বিদেশে হাওয়া হল ,সংবাদ মাধ্যম তখন পুরো দুইমাস ব্যস্ত থাকল শ্রীদেবীর মৃত্যু ড্রামা নিয়ে ।নিঃসন্দেহে ,প্রতিটি মৃত্যুই দুঃখজনক ।কিন্তু ,প্রশ্ন লক্ষ কোটি ভারতবাসী যখন চিন্তিত তাঁদের রক্ত ঘাম করা সঞ্চিত মূলধন নিরাপদ কিনা ! দেশের অর্থনীতি চরম বিপদসীমায় দাঁড়িয়ে ।একই সময় সংঘটিত হল সিরিয়ায় নরসংহার ।সেই সময় ,সংবাদ মাধ্যম তার মহান কর্তব্যকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দুবাইয়ের বাথটবে শ্রীদেবীর মৃত্যু রহস্য খুঁজতে ব্যস্ত থাকল ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
কয়েক সপ্তাহ আগে মহারাষ্ট্রের কৃষক আন্দোলন অভূতপূর্ব সাফল্য পেয়েছে ।সে বিষয়েও আলোচনা সমালোচনার বহর বেশি দীর্ঘ হল না ।কৃষকরা সেলিব্রিটি নন ।দুই সন্তানের মা হাসিনের অবান্তর বকবকানি তার চেয়ে অনেক বেশি দামি এখনকার সংবাদমাধ্যমের কাছে ।সংবাদ শিরোনাম গুলোও অবাক করে , 'কলকাতার সেরা দশটি কিসিং স্পট ' , 'যমজ সন্তানের মা হলেন সানিলিওন ' ,জাতীয় জীবনে কানাকড়ি মূল্য নেই এমন ফালতু নিউজ স্টোরি ।এখনকার সময়ের প্রথম সারির একটি বাংলা সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণের একটি শিরোনাম দেখে যারপরনাই বিস্মিত হয়েছি ।শিরোনামটি এরকম - 'বিছানায় শাহিদের দাপট বেশি ,অকপট স্বীকারোক্তি মীরার '।
একটা সময় অসাম্যের বিরুদ্ধে জনমত গঠনে ইতিবাচক ভূমিকা নিত সংবাদ মাধ্যমগুলি (জেসিকা লাল হত্যাকান্ড ,নির্ভয়া হত্যাকান্ড )।দুঃখের বিষয় এখন ,প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি নীরব মোদী ,বিজয় মাল্যদের বাঁচাতে শ্রীদেবীর কফিনকে আশ্রয় করছে ।মিডিয়া কি নৈতিক চরিত্র হারিয়ে ফেলছে !এ প্রশ্ন কিন্তু অবান্তর নয় ॥
লেখক :
আরিফুল ইসলাম সাহাজি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন