বৃষ্টিতে ধুয়ে যাক সব - আরিফুল ইসলাম সাহাজি



আকাশে মেঘের ঘনঘটা
অন্ধকারে নিমজ্জিত ধরা
                          বিদ্যুতের ঝলকানি হৃদয়ে
                           জাগায় ভয়,
এই বুঝি বজ্রপাত হয় !

জানলার ধারে বসে কবি
আকাশপানে তাকিয়ে রয় ,
                             হিমগর্ভ কবরের পাশে
                              শতাব্দীর পাপ
বৃষ্টিতে ধুয়ে হোক আজ ছাই ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।