শুধু তোর জন্য - আরিফুল ইসলাম সাহাজি

ধরুন ,
আপনি হারিয়ে গেছেন সাহারার বুকে
তপ্ত অগ্নিপ্রায় বালুকা আপনার মস্তিষ্কের
ঘেলু দিয়ে হলদিরামের বাটার বানাতে
চাইছে ,
আপনি কি দাঁড়িয়ে থাকবেন মরু ঝড়
তাণ্ডবের মাঝে ,
যদি কেউ মেহেন্দি পরে আপনার অপেক্ষায় থাকে !

ধরুন ,
শঙ্করের আফ্রিকা সঙ্গী আলভেরেজ আপনি ,
বিপদ সঙ্কুল আফ্রিকার জঙ্গলে আপনি আর
শঙ্কর বিচ্ছিন্ন হয়ে গেছেন !
মৃত্যুভয় উপেক্ষা করে আপনি কি পারবেন
একাকি সমুদ্র পারি দিতে !
যদি মেহেন্দি পরে কেউ আপনার অপেক্ষায় থাকে ।

ধরুন ,
আপনি রণক্লান্ত সিপাহী
সামনে শত্রু শিবির
পালাবার পথ নেই !
আপনি কি পারবেন শত্রুর গোলার
মুখে বুক চিতিয়ে দাঁড়াতে !
যদি কেউ মেহেন্দি পরে আপনার অপেক্ষায় থাকে ।

হয়ত পারবেন , আপনার প্রেম আপনাকে
সে শক্তি দেবে !
তবুও আপনি বাঁচতে চাইবেন ,      
শুধু ,শুধুমাত্র তার জন্য ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।