বারাসাতে এক সপ্তাহে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি । একজনের মৃত্যু হয়েছে , অন্যজন বাঁচার জন্য লড়ছেন ।



গত সপ্তাহে হৃদরোগে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক প্রৌঢ়ার। বারাসতের ওই বাসিন্দা হৃদযন্ত্রের সমস্যা ছিল । তাঁর স্বজন পরিজনরা তাঁকে  রুবি মোড়ের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন , মৃত বৃদ্ধা করোনা  পজিটিভ ছিলেন ওই । মৃত্যুর পর তাঁর সংস্পর্শে  আসা মেয়ে, জামাই, এক পরিচারিকা -সহ বাকি আত্মীয়দের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে সূত্রের  বলে খবর।

এক সপ্তাহের অতিক্রান্ত হয়নি । এদিন অশোকনগরে ধরা পড়ল আরও এক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ । ওই ব্যক্তির বাড়ি হাবড়া দুই নম্বর পঞ্চায়েতের কুটিয়া গ্রামে । কেন্দ্র সরকারে অস্থায়ী কর্মচারী ওই ব্যক্তি গত চারদিন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন । তাঁর রিপোর্ট পজিটিভ আসায় ডাক্তার এবং সেবাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ওই ব্যক্তিকে বারাসাত করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সংসদ অশোকনগর বাসিকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।