আপনি কবিতা লেখেন কিন্তু প্রকাশ করতে পারেন না : চিন্তা নেই আপনি আমাদের পাতায় লিখুন.


আপনি যদি কবিতা লিখে থাকেন তবে তা প্রকাশ করুন.কারন প্রকাশ এর মধ্যে থাকে সৃষ্টির আনন্দ.তাই শুধু আপনাদের লেখার সুযোগ করে দেয়ার জন্ন আমরা সৃষ্টি করেছি নতুন কবিদের পাতা.
কিভাবে লিক্বেন আপনি এ্ই প্রতিবেদন এর নিচে Post a commend বলে একটি ওপ্ষন পাবেন সেখানে আপনার নাম আর ফোন  নং বা email  id দেবেন.তারপর Published botton ক্লিক করুন.আমরা আপনাকে আমাদের মেম্বর করে নেব.তখন আপনি আমাদের পাতায় আপনার সেরা লেখা টা প্রকাশ করতে পারবেন.
মনে রাখবেন আপনার লেখা রাজনীতি , sex ,আবং ধর্ম সোম্পোকীতো হলে আমরা তা প্রকাশ করতে পারব না.তাহলে আপনি ও হয়ে ওঠউন আমাদের একজন.
ছবি টি নেয়া হয়েছে fb.com/monerdiarylekha থেকে.আমরা ঋনী.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।