একটুখানি ডিটারজেন্ট ধার দিতে পারেন - আরিফুল ইসলাম সাহাজি

দেহ যেন ময়লার পাহাড় ,
ভাল করে গোসল করিনি
বহুদিন ;নাভি ,বগল ,কুঁকচিতে
 জমেছে মোটা আস্তারন ,
মা বললেন সাবান দিয়ে ঘষে নে !


পৃথিবীটাও আমার দেহের মত
ময়লাস্তূপে পরিনত......

কি সাবান কিনি বলুন তো ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।