নদীর দেশের মেয়ে - আরিফুল ইসলাম সাহাজি

ছবি alamy stock photo সৌজন্য 


লদীর দেইস্যের মাইয়া ...
আমি যদি হয় মাঝি ,
তুই উঠবি মোর নায়ে !
ভয় লাইকো তোর ডুববি লাকো
লদের জলে পড়ে ।

লদীর দেইস্যের মাইয়া ....
আয় চলে আয় তাড়াতাড়ি
জলঙ্গি লদের তীরে ,
মাঝি তোর বইস্যা আছে
বৈঠা ফেলে জলে ।

লদীর দেইস্যের মাইয়া ....
মাঝি আমি লইকো
মন্দ ,ডর লাইকো কোন ,
তরে লয়ে যাবে মাঝি
অচিন কোন দেইস্যে ।

লদীর দেইস্যের মাইয়া ....
একবারটি আয় চলে
মাঝি তোর বইস্যা আছে
জলঙ্গি লদের কূলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test