আত্মহত্যা প্রবণ হয়ে উঠছি ...- আরিফুল ইসলাম সাহাজি

Fansi pic/aisahaji.blogspot.com


প্রত্যহ ।প্রতি মহুর্ত নিজেকে একবার করে ফাঁসি কাঠে ঝোলায় ।

               কখনও নিজে ফাঁসি কাঠে ঝুলি
                কখনও নিজেকে ঝোলায়

রশিটা পাকায় ।তেল দিয় ।
                 নিজের গলায় পড়ায়
                  পাঠাটা সরিয়ে দিয়

নিজের লাশ নিজে নামায়
                    পার্ল্স পরীক্ষা করি
                     মৃত্যু নিশ্চিত না হলে !!

আবার ফাঁসি কাঠে ঝোলায় ..........

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।