কোন ধর্মই অধর্মের কারণ হতে পারে না ।আলোচক আরিফুল ইসলাম সাহাজি


হিন্দু মুসলিম খৃষ্টান এক দেহে মিলন মহান ॥
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

বর্তমান সময়টা দু -নালা
 বন্দুকের সামনে দাঁড়িয়ে রয়েছে ।একটা 
অবিশ্বাসের বাতাবরণ দূষিত করছে 
বিশ্বসমাজ 
ও জনজাতিকে ।এই অচলাবস্থার
 কারণ অনুসন্ধান করতে গিয়ে অনেক
 বিদগ্ধ পণ্ডিত ধর্মকে কাঠগড়ায় তুলছেন ।
তাঁদের মতে ধর্মই হল অধর্মের একমাত্র কারণ 
।একি সঙ্গে সেই সমস্ত বাগ্মীদের মতে 
অশান্তি মেটানোর মোক্ষম দাওয়ায় হল 
ধর্মের বিলোপ সাধন ।মানুষ স্বতন্ত্র ।
সবার নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও থাকবে স্বাভাবিক
 ।কেউ ধর্মের প্রতি আস্থাবান হবেন ,
কেউবা অনাস্থাসূচক মনোভাব পোষণ
 করবেন ।ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি
 কোন ধর্মই অধর্মের কারণ হতে পারে না ।
প্রতিটি ধর্মের মূলকথা হল - শান্তি ,সহবস্থান ,
সৌভাতৃত্ববোধ ।কোন ধর্ম 
অশান্তি
 ,হত্যা ,অরাজকতাবাদের পক্ষে ফতোয়া জারি করেনি ।সব ধর্মেই শান্তির কথা
 বলা হয়েছে ।সহবস্থানের কথা বলা হয়েছে ।
পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কথা
 বলা হয়েছে ।অন্যকে পীড়ন করা ,অসাম্য 
সাধনের পক্ষে রায়প্রদান করা ,মানবহত্যাকে
 মহাপাপ বলে ঘোষণা করা হয়েছে ।
আসলে আমরা এখন আর 
ধর্মকে বর্ম করতে পারছি না ।নিজেদের 
প্রয়োজনমাফিক তৈরি করে 
নিচ্ছি নিজস্ব ধর্মীয় বিধান ।অন্যায় ,অসাম্য ,
অবিচার সবকিছু করছি নিজের 
কার্যসিদ্ধির জন্য ।নিজস্ব ধর্মীয় বিধান অনুযায়ী ।
ফলত ,স্বভাবিক মনে হতে পারে ধর্মই 
অধর্মের উৎস ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।